বৃহস্পতিবার ১৮ জুলাই ২০২৪ - ১৪:৫৪
পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল

হাওজা / কারবালার শহীদ ইমাম হুসাইন (আ.) এর শাহাদত উপলক্ষে শোক মিছিল।

রিপোর্ট: মিন্টু সরদার (নারিকেল বেড়িয়া)

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সালামুন আলাইকুম।

পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরের নেই এ বছরও কারবালার শহীদ ইমাম হুসাইন (আ.) এর শাহাদত উপলক্ষে শোক মিছিলের আয়োজন করা হয়।

জুলুস কেওশা গ্রাম থেকে ২:৩০ মিনিটে বাহির হয় নারিকেল বেড়িয়া কারবালার উদ্দেশ্যে, এই জুলুসের সাথে শিয়া সম্প্রদায়ের অনুসারি ছাড়া বিভিন্ন ধর্মের মানুষেরা অংশগ্রহণ করেন এবং পায়ে হেঁটে লাব্বাইক ইয়া হুসাইন লাব্বাইক ইয়া হুসাইন স্লোগান দিতে দিতে নারিকেল বেড়িয়া কারবালা পযর্ন্ত আসেন।

উক্ত মিছিলে আনুমানিক প্রায় লক্ষাদিক মানুষের সমাগম ছিল।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha